রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | হুগলীর ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার নদিয়ার শান্তিপুরে, তিন দিন ধরে ছিলেন নিখোঁজ

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৬ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪৭Abhijit Das


মিল্টন সেন: হুগলির নিখোঁজ ব্যবসায়ীর রহস্য মৃত্যু। তিন দিন পর ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল নদিয়ার শান্তিপুর থেকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বলাগড়ে। শোকের ছায়া মৃতের পরিবারে। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম সমর দাস (৪০)। বাড়ি হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়ার বাঁধাগাছি এলাকায়। সমর কাপড়ের উপর ডিজাইন করা এপ্লিকের পাশাপাশি কাঠের ব্যবসা চালাতেন। গত ২৩ ডিসেম্বর সকালে ব্যবসার কাজে শান্তিপুর গিয়েছিলেন। বেলার দিকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন বাড়ির সদস্যরা। কিন্তু কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তারপরেই পরিবারের লোকেরা নিঁখোজ ডায়েরি করেন বলাগড় থানায়। অবশেষে শুক্রবার দুপুরে শান্তিপুরের গঙ্গার ঘাট সংলগ্ন জঙ্গল থেকে সমরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, সমরের গলায় সোনার চেন এবং হাতে সোনার আংটি ছিল। যা পাওয়া যায়নি। মোবাইলের সিম কার্ডও পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোয় বাচ্চা মেয়েরা যে বাসন্তী রঙের লালপাড় শাড়ি পড়ে, সমরের সেই শাড়িতে লালপাড় বসানোর লেজার যন্ত্র রয়েছে গুপ্তিপাড়ায়। অতি সম্প্রতি এক ব্যবসায়ী ওই যন্ত্র শান্তিপুরে বসান। ফলে শান্তিপুরের ক্রেতারা আর তাঁর কাছে আসতেন না। তাঁরা শান্তিপুর থেকেই ওই কাপড় কিনতে শুরু করেছিলেন। তাই শান্তিপুরের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার জন্য গত বুধবার সমর শান্তিপুরে গিয়েছিলেন। প্রয়োজনে শান্তিপুরের থেকে কম দামে নাকি শাড়ি সরবরাহ করতেও প্রস্তুত ছিলেন। কিন্তু আর ঘরে ফেরা হল না তাঁর।

সমরের পরিবারে তাঁর বৃদ্ধ বাবা, মা, স্ত্রী ও সন্তান রয়েছে। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। স্থানীয় বাসিন্দাদের দাবি, ব্যবসায়ী মৃত্যুর এই রহস্য উদঘাটন হোক। সমরের ভাই অভিজিৎ দাস জানিয়েছেন, এটি কোনও ভাবেই আত্মহত্যা নয়। কয়েকটা বিষয়ে খটকা লাগছে। দাদা যদি আত্মহত্যা করবেন, তাহলে নদিয়ায় যাবেন কেন? নিখোঁজ হওয়ার দিন তারাপুর বাজার থেকে এক খদ্দেরের বাইকে চেপে অন্য এক জায়গায় গিয়েছিলেন। সেখান থেকে তারাপুর ঘাটে ফিরে এসেছিলেন। সেখানকার পুরনো ফেরিঘাটের পাশ থেকে তাঁর ঝুলন্ত দেহ এ দিন উদ্ধার হয়। কেউ দেখল না? গলায় সোনার চেন, আংটি ছিল। সেগুলি কোথায় গেল? মোবাইলের সিম নেই কেন? এমনই একাধিক প্রশ্ন দেখা দিচ্ছে। 

এই প্রসঙ্গে হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, একটা নিখোঁজ ডায়রি হয়েছিল। বলাগড় থানার পুলিশ পরিবারের লোক নিয়ে নদিয়াতে গিয়েও খোঁজ খবর নেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, স্থানীয় একজনের সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন, তারপর আর খোঁজ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ বোঝা যাবে। তদন্ত চলছে।


BusinessmanDeathShantipurHooghly

নানান খবর

নানান খবর

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া